১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৩ ডিসেম্বর, ২০২৪ - 03 December, 2024

নীলফামারীতে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষিকা নিহত

আমাদের প্রতিদিন
1 week ago
78


নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীতে প্রাইভেট কারের ধাক্কায় মেহের নেগার মেঘলা (৪৫) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আজ বুধবার (২০ নভেম্বর) সকালে সদরের পাঁচমাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেঘলা চাপড়া যাদুরহাট এলাকার রাশেদুল ইসলাম সেলিমের স্ত্রী ও যাদুরহাট সোনামণি কেজি স্কুলের শিক্ষিকা। থানা পুলিশ সূত্রে জানা যায়, সকালে তিনি সহকর্মীর সাথে মোটরসাইকেল যোগে পাঁচমাথা মোড় এলাকা থেকে যাদুরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। এসময়ে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি প্রাইভেট কারের ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাহেদ মাহমুদ বলেন, নিহত মেঘলা মোটরসাইকেল যোগে যাদুরহাট বাজারের দিকে যাচ্ছিলেন এসময়ে অপরদিক থেকে আসা একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায়। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth