ভূমিকম্পে কেপে উঠলো রংপুর
নিজস্ব প্রতবিদেক:
রংপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এ কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ১। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতরি খবর পাওয়া যায়নি।আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা ২ টা ২৭ মিনিটে এ কম্পন অনুভূত হয়।
বাংলাদেশ আবহাও্ইয়া অভিদপ্তরের ভুমিকপম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের আবহাওয়া সহকারি কর্মকর্তা সারোয়ার আলম কর্তৃক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয় নিশ্চিত করা হয়।
উক্ত সূত্র জানা যায়,অক্ষাংক ২৫.৭১ উত্তর ,দ্রঘীমা ৮৯.২৯ পূর্বে যা ঢাকা থেকে ২৪৩ কিলোমিটার দূরে রংপুর সদরেই।
রংপুর আবহাও্যা অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান ভূকম্পনের সম্পর্কে গণমাধ্যমকে বলেন, রংপুর সদর থেকেই এ ভূমিকম্পের উৎপত্তি। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ১। তবে স্থায়িত্বকাল জানা যায়নি।
এর আগে গত ৬ সেপ্টেম্বর রাত ৮টা ২৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ১।