রণচণ্ডী স্কুল এন্ড কলেজের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে রণচণ্ডী স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীণ বরণ ও বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে চান্স প্রাপ্ত ছাত্র - ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। আজ (২১ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গনে অধ্যক্ষ মুকুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক, এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান বিমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফ - উজ- জামান সরকার প্রমূখ। কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।