২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

পীরগঞ্জে কুমেদপুরে ইউপি সদস্যদের ভোটে দেবব্রত সভাপতি নির্বাচিত

আমাদের প্রতিদিন
2 weeks ago
95


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ৪ নং কুমেদপুর ইউনিয়নের  সদস্যদের ভোটে দেবব্রত অধিকারী সভাপতি নির্বাচিত হয়েছে।আজ (২১ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে উপজেলা মৎস্য কার্যালয়ে সিনিয়র মৎস্য অফিসার কাওসার হোসেন এর পর্যবেক্ষনায় সকল সদস্যদের ভোট অনুষ্ঠিত হয়। এতে ১২ ভোটের মধ্যে ১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয় দেবব্রত অধিকারী।

উল্লেখ গত ১৫/৮/২৪ তারিখে দূর্নীতিবাজ ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ মোট ৩৭ টি অভিযোগ সহ সদস্যরা অনাস্থা এনে উপজেলা নির্বাহী অফসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার সিনিয়র মৎস্য কর্মকর্তাকে তদন্তের ভার অর্পণ করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা অধিকাংশ অভিযোগের সত্যতা পেয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তদন্তের প্রতিবেদন দাখিল করেন। উক্ত তদন্তের প্রতিবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার  (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ এর (৫) (৩) ধারা অনুযায়ী দূর্নীতিবাজ আমিনুল ইসলাম চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে ইউপি সদস্য দেবব্রত অধিকারীকে সভাপতি নির্বাচিত করা হয় ভোটের মাধ্যমে। উক্ত ভোটে ১২ জন সদস্য  এবং সদস্যাগণের ১০ ভোট পেয়ে এতে সভাপতি নির্বাচিত হন দেবব্রত অধিকারী।

এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন এর সাথে কথা হলে তিনি বলেন, পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কুমেদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গঠন করবেন বলে তিনি জানান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth