২১ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

নবীন শিক্ষার্থীদের অর্থসহ কুরআন দিয়ে বরণ করে নিতে প্রস্তুত বেরোবির দাওয়াহ্ সোসাইটি

আমাদের প্রতিদিন
2 weeks ago
114


বেরোবি প্রতিনিধি :

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুরে নবীন শিক্ষার্থীদের পবিত্র কোরআন শরীফ দিয়ে বরণ করে নিতে যাচ্ছে বেরোবি দাওয়াহ্ সোসাইটি । ২০২৩-২৪ সেশনের নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামিক স্কলার প্রফেসর মোখতার আহমেদ।

সংশ্লিষ্ট সূত্র জানায়,  আগামী রবিবার (২৪ নভেম্বর)  ২টা ৩০ মিনিটে স্বাধীনতা স্মারকে মাঠ প্রাঙ্গণে নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের মাধ্যমে ইসলামের সুমহান আদর্শের বাণী পৌঁছানো এবং উচ্চতর চিন্তার স্ফূরণ ঘটানোর উদ্দেশ্যে আমাদের এ আয়োজন। এ নবীন বরণ শুধু একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়; এটি এক স্নেহময় আলিঙ্গন, একটি উষ্ণ অভ্যর্থনা, যা নবীনদের জীবন চলার পথে একটি নতুন অধ্যায় যুক্ত করবে ইন শা আল্লাহ।

এই বরণ অনুষ্ঠানটি নবাগতদের পরিচয়ের ভুবনে প্রবেশ করানোর পাশাপাশি একটি অবিচ্ছেদ্য পরিবারের অংশ হিসেবে গণ্য হবে। এখানে ইসলামের পবিত্র আদর্শ ও মূল্যবোধের স্নিগ্ধ আলোয় আলোকিত হতে, দাওয়াহর পথে চলতে প্রয়োজনীয় সাহস ও শক্তি অর্জন করবে।

এই বিষয়ে বেরোবির অর্থনীতি বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী আমান উল্লাহ আমান বলেন, প্রথম বারের মতো বেরোবি দাওয়াহ্ সোসাইটির  পবিত্র কুরআন শরীফ দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেবে। তাদের এমন উদ্যোগে সাধুবাদ জানাই। এই আয়োজনের মাধ্যমে বস্তুগত জ্ঞান অর্জনের পাশাপাশি ধর্মীয় জ্ঞান অর্জনের পথ প্রশস্ত হবে বলে আমি মনে করি। এই আয়োজন ধর্মীয় জ্ঞান অর্জনের প্রতি শিক্ষার্থীদের বেশি বেশি আগ্রহ তৈরি করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সোসাইটির পক্ষ থেকে রঙ্গন শিল্পীগোষ্ঠীকে আমন্ত্রণ জানানো হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশন করার জন্য। রঙ্গন শিল্পী গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে সোসাইটির নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। ২০২৩-২৪ সেশনে ভর্তিকৃত ১৬ ব্যাচের শিক্ষার্থীদের সাদর সম্ভাষন জানাচ্ছি উক্ত আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। আশা করছি নবীণদের স্বতঃস্ফূর্ত  অংশগ্রহণে  সুন্দর একটি আয়োজন বাস্তবায়িত হবে।

বেরোবি দাওয়াহ্ সোসাইটির সভাপতি মোশাররফ হোসেন বলেন, ক্যাম্পাসে নবীনরা এসে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।  আমরা এই আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের ইসলামের সুমহান বাণী পৌঁছে দিয়ে সঠিক পথে চলার আহবান জানাবো। যাতে করে তাদের পরবর্তী চলার পথ সহজ হয় এবং নিজ জীবনে ইসলামী বিধি বিধান পালনে উদ্বুদ্ধ হয় ইনশাআল্লাহ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth