১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৪ ডিসেম্বর, ২০২৪ - 04 December, 2024

লালমনিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 week ago
133


পাটগ্রাম প্রতিনিধি:

লালমনিরহাটে সাম্য, মানবিক, দূর্নীতি মুক্ত এবং সম্প্রীতির বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহেন্দ্রনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরের কাশিপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যাল্যায় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহেন্দ্রনগর ইউনিয়ন শাখার ৪নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

মহেন্দ্রনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল হক সৈমুদ্দী-এঁর সভাপতিত্বে মহেন্দ্রনগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রোকনুর জামান সরকার-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাড. মহিউদ্দিন আহম্মেদ লিমন, মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম চাঁদ, নুর মোহাম্মদ বাললু, সাংগঠনিক আফজাল হোসেন, লালমনিরহাট সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর খান। বক্তব্য রাখেন মহেন্দ্রনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিনুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আউয়াল হোসেন প্রমুখ। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহেন্দ্রনগর ইউনিয়ন শাখার ৪নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth