সুন্দরগঞ্জে ১শ বোতল ফেনসিডিলসহ ২ কারবারি গ্রেফতার
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে ১’শ বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ পৌরসভার উত্তর ধুমাইটারী গ্রামের তিস্তা বাজার-একতা বাজারগামী পাঁকাসড়ক থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এস আই) আব্দুল আলীম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সুন্দরগঞ্জ পৌরসভার উত্তর ধুমাইটারী গ্রামের তিস্তা বাজার-একতা বাজারগামী পাঁকা সড়ক থেকে মাদক ভারতীয় আমদানি নিষিদ্ধ ১’শ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এসময় নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়৷
গ্রেফতারকৃতরা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা গ্রামের মৃত মতিয়ার রহমানের স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও একই উপজেলার সওদাগর পাড়া গ্রামের মৃত বাবলু মিয়ার ছেলে মানিক মিয়া (৩২)।
সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে ১’শ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।