১ আষাঢ়, ১৪৩২ - ১৬ জুন, ২০২৫ - 16 June, 2025

ভুরুঙ্গামারীতে নদীতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

আমাদের প্রতিদিন
6 months ago
220


কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নদীতে ডুবে তানহা (৩) নামের এক শিশুর মৃত্যু ঘটেছে।আজ (২২ নভেম্বর)  শুক্রবার দুপুরের দিকে উপজেলার পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার গ্রামের বাঘের খোয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানহা বাঘের খোয়ারা এলাকার জাহিদুল ইসলাম ও বানেছা বেগম দম্পতির একমাত্র কন্যা সন্তান।

মৃত তানহার পরিবার ও স্থানীয়রা জানান,শুক্রবার দুপুরের দিকে শিশু তানহাকে তার স্বজনরা খুঁজে পাচ্ছিলেননা। এরপর থেকে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তাকে খুঁজতে থাকেন। না পেয়ে বাড়ির পাশের ফুলকুমার নদীতে গিয়ে খুঁজতে গিয়ে দুপুরের পর শিশুটির ফুফা টুকু মিয়া নদীর পানিতে ভাসমান মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে পাথরডুবী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,কোন পক্ষের অভিযোগ না থাকায় মরদেহ দাফন করার অনুমতি দেয়া হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth