পীরগাছা উপজেলা জামায়াতের নতুন আমীর বজলুর রশিদ
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগাছা উপজেলা শাখার নতুন আমীর নির্বাচিত হয়েছেন মো. বজলুর রশিদ মুকুল। দলটির রোকনরা গোপন ভোটের মাধ্যমে তাকে আমীর নির্বাচিত করেন।
শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার পবিত্রঝাড় চাইল্ড ড্রিম শিশু নিকেতনে দলটির রোকন সম্মেলনে তার নাম ঘোষণা করেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক। বজলুর রশিদ মুকুল এতদিন দলটির উপজেলা নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বর্তমানে উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে উপজেলা আমীর ছিলেন মাওলানা মোস্তাক আহমদ। তিনি বর্তমানে রংপুর জেলা জামায়াতের সহ-সম্পাদকের দায়িত্বে আছেন।
নবনির্বাচিত আমীর বজলুর রশিদ মুকুল প্রতিক্রিয়ায় বলেন, উপজেলা আমীর হিসেবে দায়িত্ব পালন করা একটি কঠিন কাজ। আমাকে যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে আমি যেন তা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি এজন্য সবার নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি।
এদিকে বজলুর রশিদ মুকুল উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লারের সাংবাদিকবৃন্দ। এক প্রতিক্রিয়া প্রেসক্লাবের আহবায়ক শাহ কামাল ফারুখ লাবু বলেন, বজলুর রশিদ মুকুল একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি। তিনি দেশ ও সমাজের কল্যাণে কাজ করবেন এই প্রত্যাশা করি।