১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৩ ডিসেম্বর, ২০২৪ - 03 December, 2024

বিরামপুরে ধান খেত থেকে নারীর লাশ উদ্ধার

আমাদের প্রতিদিন
1 week ago
70


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা ইউনিয়নের দাউদপুর ময়নার মোড়ের অদূরে ধান খেত থেকে শনিবার সকালে (২৩ নভেম্বর) বিশনী পাহান (৫৩) নামের এক সাঁওতাল নারীর হাত বাঁধা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠি (সাঁওতাল) সম্প্রদায়ের নারী কাটলা ইউনিয়নের বেনুপুর গ্রামের মৃত: সাধন পাহানের মেয়ে।

নিহতের ভাই চরকা পাহান জানান, স্বামী পরিত্যাক্তা বিশনী পাহান এলাকার মানুষের জমিতে কৃষি কাজ করতেন এবং চরকার বাড়িতেই থাকতেন। শুক্রবার অন্যের জমিতে ধান কাটার পর তিনি রাতে বাড়িতে আসেননি।

শনিবার সকালে দাউদপুর ময়নার মোড়ের অদূরে ধান খেতে হাত বাঁধা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম থানার ওসি মমতাজুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, নিহদের লাশ উদ্ধার করে দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth