বিরলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অুনষ্ঠিত
আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বিরলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অুনষ্ঠিত হয়েছে। উপজেলার আজিমপুর ইউনিয়নের রাজুরিয়া পল্লী উন্নয়ন ক্লাবের উদ্যোগে শনিবার বিকেলে রাজুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পূণর্ভবা সীডস্ কোম্পানী ও গুড়পুকুর কর্পোরেশন এর যৌথ সহযোগিতায় ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অুনষ্ঠিত হয়। খেলায় কাহারোলের সুকানদিঘী ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউট দলকে পরাজিত করে।
প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ কালু বলেন, বিগত পতিত সরকার কৌশল করে যুব সমাজকে ধ্বংস করার জন্য সুকৌশলে অলিতে গলিতে মাদকের প্রবণতা বৃদ্ধি করেছিল। তারা একক নীতি অনুসরণ করে মানুষের কন্ঠরোধ, সংবাদপত্রের গলা চিপে ধরাসহ হীন কর্মকান্ডে লিপ্ত ছিল। একটি সমাজ যেন রক্ষা হয় সে ধরণের কোন কর্মকান্ড গ্রহণ করেননি। তারা এসব করেছে মানুষ যেন তাদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার হতে না পারে। যুব সমাজ তরুণ সমাজ যেন ঐক্যবদ্ধ না হতে পারে। সরকারের অন্যায় কর্মকান্ডের যেন প্রতিবাদ করতে না পারে এসব ভেবে।
অথচ খেলাধূলার আয়োজন করলে, মানুষ বিভিন্নভাবে খেলাধূলার সাথে সম্পৃক্ত হয়। কেউ খেলে, কেউ আয়োজন করে, কেউ খেলা উপভোগ করে। আর খেলাধূলারসাথে সম্পৃক্ত থাকলে শরীর মন সতেজ থাকে। সতেজ দেহ নিয়ে মানুষ সমাজের উন্নয়নের চিন্তা ভাবনা করে। কেউ অন্যায় করলে সেই অন্যায়ের প্রতিবাদ করে। আমরা বিএনপির নেতাকর্মীরা সারাদেশে আমাদের যুবসমাজকে উজ্জ্বীবীত করতে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য হলো আমাদের যুব সমাজকে সংঘবদ্ধভাবে এগিয়ে নিতে হবে। পড়ালেখার পাশাপাশি ক্রীড়াঙ্গণে সময় দিলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মাদকের ভয়াল থাবা থেকে নিজেদের দূরে রাখতে পারবে। কোথাও কোন অন্যায় অবিচার দেখলে তার প্রতিবাদ করতে পারবে। তাই আসুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা যে সকল ভালো উদ্যোগ গ্রহণ করছে আমরা দলমত নির্বিশেষে সহলে সহযোগিতা অব্যাহত রাখি।
অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা এম এ রাসেল সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিরল পৌর বিএনপি’র সভাপতি মোঃ লিয়াকত আলী, জেলা বিএনপি’র সদস্য ও বিরল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, বিরল পৌর বিএনপি’র সহ-সভাপতি ইস্কান্দার হাসান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহŸায়ক শাহ আলম মেম্বারসহ রাজুরিয়া পল্লী উন্নয়ন ক্লাবের নেতৃবৃন্দ। পুরষ্কার বিতরণ শেষে পরে অতিথিবৃন্দ ধামইর ইউনিয়নের কেশবপুর, গিরিধিরপুর একতা সংঘের উদ্যোগে দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করে পুরষ্কার বিতরণ করেন। পৃথক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদলের যুগ্ম আহŸায়ক মোমিনুর ইসলাম।