ফুলবাড়ীতে ইসলামিক রিলিফের শীতবস্ত্র বিতরণ
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইসলামিক রিলিফ ১ হাজার ৭০০ অতিদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।আজ (২৪ নভেম্বর) রোববার সকাল ৯ টার দিকে উপজেলা হলরুমে এর উদ্ভোধন করেন ইউএনও রেহেনুমা তারান্নুম। এসময় প্রতিটি পরিবার ২ টি করে উন্নতমানের কম্বল ও শাল এবং ১টি করে সোয়েটার প্রদান করা হয়।
মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় অতিদরিদ্র পরিবারের মাঝে এগুলো বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, শরিফুল ইসলাম মিয়া সোহেল, ইসলামিক রিলিফ জেলা প্রকল্প ব্যবস্থাপক মোঃ ছাবেদ আলী, প্রষ্টে অফিসার মাহফুজার একেএম মাহফুজ আলম, মনিটরিং অফিসার আবু সাঈদ, সহকারী প্রজেষ্ট অফিসার রবিউল ইসলাম প্রমূখ।