২২ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

গংগাচড়ায় নিরাপদ সড়ক সম্ভাবনার বাংলাদেশ বিষয়ক আলোচনা সভা

আমাদের প্রতিদিন
1 week ago
118


গংগাচড়া (রংপুর) প্রতিনিধি:

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে  সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরের গংগাচড়ায় নিরাপদ সড়ক সম্ভাবনার বাংলাদেশ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ ট্রাফিক বিভাগ রংপুরের আয়োজনে আজ (২৪ নভেম্বর) রবিবার বিকেলে উপজেলার বেতগাড়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন

রংপুরের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ শরীফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (এ সার্কেল দায়িত্বপ্রাপ্ত)  মাহমুদুল হাসান।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান এর সভাপতিত্বে অনুষ্ঠানে ট্রাফিকের বিভিন্ন বিষয় তুলে ধরেন সার্জেন্ট আরমান। বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহেদুজ্জামান মাবু, উপজেলা জামায়াতের আমীর নায়েবুজ্জামান, উপজেলা ইসলামিক আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি ইউনুস আলী, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য  হানিফ খান সজীব, স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের এইচ আর ম্যানেজার রেজাউল করিম রাজী, ছাত্র সমন্বয়ক আলী আল রাদিত রাহসান, বেতগাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, চালকদের অদক্ষতা ও অসচেতনতার কারণে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। তাই সড়ক দুর্ঘটনা রোধে চলাচলের পথ নিরাপদ করতে নিজেদের আগে সচেতন হতে হবে। মানতে হবে ট্রাফিক আইন। জনসচেতনতা বৃদ্ধি করতে প্রশিক্ষণ ও প্রচারণা বাড়াতে হবে। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত সন্তানদের বাইক কিনে দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের সচেতন থাকতে হবে। এ ছাড়া সড়কের বিভিন্ন সমস্যা তুলে ধরেন বক্তারা। পাশাপাশি তারা এর সম্ভাব্য বিভিন্ন সমাধানের বিষয়ে আলোকপাত করেন।

এসময় বিএনপি, জামায়াতের উপজেলা নেতৃবৃন্দসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth