চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান হাফিজুর রহমান সেলিম এর বিরূদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ (২৪ নভেম্বর) রোববার উক্ত ইউনিয়নের নারী পুরুষ পত্মীচড়া বাজারে স্থানীয়দের উদ্যোগে এ মানব বন্ধন হয়। এতে চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম মিয়া নির্বাচিত হওয়ার পর বিগত সময়ের সাবেক স্পীকারের প্রভাব খাঁটিয়ে প্রায় ৫ (টিসিবি) উপকারভোগীদের নাম তালিকা থেকে বাদ দিয়ে চেয়ারম্যানের নিজ আত্মীয় স্বজনদের নাম অন্তর্ভুক্তী করেছে। এছাড়া জন্ম নিবন্ধন,বয়স্ক-বিধবা, মাতৃত্বকালিন ও প্রতিবন্ধী ভাতার নামে অর্থ গ্রহণসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আৎসাত্মে করেছেন বলে মানববন্ধনে উল্লেখ করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য শিমুল মিয়া,তাহাজুল ইসলাম, আবু তাহের মিয়া, হারুন মিয়া,আশরাফুল ইসলাম ও শাহিন মিয়া,সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা বেগম,মরিয়ম বেগম , ভুক্তভোগী রেজাউল মিয়া,খুশি মিয়া,শরিফুল ইসলাম প্রমুখ।
এক সময় উত্তেজিত জনতা ইউপি সচিবকে ধাওয়া করে। শেষে তারা পরিষদের চেয়াম্যানের কক্ষসহ ৩টি কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ বিষয়ে কথা হলে ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান জানান,করোনাকালীন সময়ে টিসিবি’র ৫’শ কার্ড অতিরিক্ত বরাদ্দ দেয়া হয়েছিল। বর্তমানে তা বাতিল করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে নতুন করে ২’শ ১৮ টি কার্ড প্রতিস্থাপন করা হয়। অথচ সঠিক তথ্য অবগত না হয়েই একটি বিশেষ মহলের নির্দেশে কতিপয় ব্যক্তি এসব করছে।