পলাশবাড়ীর ৫নং মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ
বায়েজীদ পলাশবাড়ী (গাইবান্ধা):
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর আজ রবিবার ২৪শে নভেম্বর দোয়া অনুষ্ঠানের পর প্রথম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে অফিসে বসলেন আজাদুল ইসলাম।
সকাল ১১ টায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদুল ইসলাম ৫নং মহদীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সবার সাথে পরিচিত হন এবং প্রথম দিন অফিসে বসেন। এসময় সকল ইউপি সদস্যগণ,গ্রাম পুলিশ তাকে ফুলেল শুভেচছা জানান।
এর আগে ইউপি সচিব মো. আব্দুল জোব্বার প্রধান নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর তাকে অফিসিয়াল টুকিটাকি বিষয় সম্পর্কে অবহিত করেন।
এসময় গণমাধ্যম কর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ, চেয়ারম্যান এর ঘনিষ্ঠ জন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালনে দিকনির্দেশনা সহ তাকে দোয়া আশীর্বাদ করেন।