কাউনিয়ায় আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
স্থানীয় সরকার, পল্লী উনয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রংপুরের কাউনিয়ায় আসছেন।
মঙ্গলবার হেলিকপ্টারযোগে কাউনিয়া উপজেলায় আসবেন তিনি। হেলিকপ্টার অবতরণের জন্য আজ সোমবার কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি মাধমিক বিদ্যালয় মাঠে নির্মাণ করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড।
সফরসূচি অনুযায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মঙ্গলবার দুপুর ২ টা ২০ মিনিটে কাউনিয়া উপজেলায় উপস্থিত হয়ে অসহায় ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন। বিকেল ৪টায় কাউনিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টার ষযোগে রহনা দিবেন।
এরআগে একইদিন সকাল ১০ টায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পীরগাছা উপজেলায় উপস্থিত হয়ে অসহায় ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন।
কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিদুল হক বলেন, দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে ওই দিন ঢাকায় ফিরে যাবেন তিনি। বিদ্যালয় মাঠে হেলিকপ্টার অবতরণের জন্য অস্থায়ী হেলিপ্যাডসহ সার্বিক বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।