গঙ্গাচড়ায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় মিথি রায় (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ।আজ (২৫ নভেম্বর) সোমবার সকালে উপজেলার নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়া দোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মিথি রায় ওই এলাকার হারাধন রায়ের মেয়ে। সে গঙ্গাচড়া সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি মিথির বিয়ে নিয়ে তার পরিবারে আলোচনা চলছিলো। কিন্তু এ বিয়েতে রাজি ছিলো না মিথি। বিষয়টি নিয়ে ৩-৪ দিন থেকে
মিথি তার বাবা-মায়ের সাথে মনোমালিন্য চলছিল। এরই জেরে সোমবার সকাল ১০ টার দিকে মিথি তার শোয়ার ঘরের টিরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) প্রশান্ত পরামানিক বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে আমরা ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় ইউডি মামলা প্রক্রিয়াধীন।