১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৩ ডিসেম্বর, ২০২৪ - 03 December, 2024

বিরলে বিনাসুদে ঋণ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে বিপুল সংখ্যক লোকজন নিয়ে ঢাকায় যাওয়ার প্রাক্কালে আক্কাছ আলীকে আটক করেছে পুলিশ

আমাদের প্রতিদিন
1 week ago
57


আতিউর রহমান, বিরল(দিনাজপুর):

বিরলে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ এর সদস্য হলে বিনাসুদে ঋণ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে ঢাকায় সমাবেশ এর নামে বিপুল সংখ্যক লোকজন নিয়ে ঢাকায় যাওয়ার প্রাক্কালে ১ জনকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার ফরাক্কাবাদ ইউনিয়নের তেঘরা মহেষপুর গ্রামের মৃত মেহেরাব আলী এর ছেলে মোঃ আক্কাছ আলী (৫৬)।

মামলার এজাহারে ২নং ফরক্কাবাদ ইউনিয়নের দামাইল সংগতপাড়া গ্রামের মৃত সহির আলী এর ছেলে ৯নং ওয়ার্ড সদস্য মোঃ মোতাহার হোসেন (৪৪) বাদী হয়ে জানান, আক্কাছ আলীসহ অজ্ঞাতনামা ৩০/৪০ জন অনুমান ৩/৪ মাস পূর্বে আসামী এলাকায় ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামে সংগঠনের সদস্য হলে বাংলাদেশ থেকে দূর্নীতির পাচার হওয়া টাকা দেশে ফেরত এনে উক্ত সংগঠনের প্রত্যেক সদস্যদেরকে বিনা শর্তে ও বিনা সুদে ১ (এক) লক্ষ থেকে ১ (এক) কোটি টাকার সমমূল্যের গরু- ছাগল, ঘর-বাড়ী সহ বিভিন্ন জিনিসপত্র প্রদান করবে। উক্ত প্রলোভন দিয়ে বিভিন্ন এলাকার সহজ সরল জনসাধারনদেরকে সদস্য করতে থাকে। গত ১৮ আগস্ট-২০২৪ তারিখে ২নং ফরক্কাবাদ ইউনিয়ন এলাকার কিছু সদস্যদের টাকা ও জিনিসপত্র দেয়ার কথা বলে ঢাকা শাপলা চত্বরে নিয়ে যায়। কিন্তু তখন কোন জিনিসপত্র না দিয়ে বলে আরোও সদস্য বৃদ্ধি করে আগামী ২৫ নভেম্বর-২০২৪ তারিখ ঢাকায় গেলেই টাকা পাবে এবং যারা আগে যাবে তাদেরকে আগে টাকা ও জিনিসপত্র দিবে। ১নং আসামীসহ অজ্ঞাতনামা আসামীগন এলাকায় এসে আরোও সদস্য বৃদ্ধি করতে থাকে। এমতাবস্থায় ইং ২৪ নভেম্বর-২০২৪ তারিখ সারাদিন প্রত্যেক সদস্যদের নিকট হতে ১১০০/-টাকা করে ১নং আসামীসহ অজ্ঞাতনামা আসামীগন জমা নেয় এবং সন্ধ্যার মধ্যে বিরল থানাধীন ২নং ফরক্কাবাদ ইউনিয়নের তেঘরা হাইস্কুল মাঠে উপস্থিত থাকতে বলে। সেই মোতাবাকে এলাকার অনুমান ১৪৩ জন সদস্য একই তারিখ রাত্রি অনুমান ৮ টার  সময় হাইস্কুল মাঠে উপস্থিত হয়ে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ ব্যানারে ০৩টি বাস দেখতে পায়। তখন এলাকার লোকজন সদস্যদেরকে মাঠে সমবেত হতে দেখে আক্কাছ আলীকে জিজ্ঞাসাবাদ করাকালে সে সঠিক কোন জবাব দিতে না পারায় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা বিরল থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে মোঃ আক্কাছ আলীকে জিজ্ঞাসাবাদ করলে আসামী কোন সঠিক উত্তর দিতে না পারায় পুলিশ তাকে আটক করে। সে সময় অজ্ঞাতনামা আসামীগণ কৌশলে পালিয়ে যায়। ধৃত আসামীসহ অজ্ঞাতনামা আসামীরা এলাকার সহজ সরল জনগনের নিকট হতে প্রতারণামূলক জনপ্রতি নগদ ১১০০/-টাকা করে সর্বমোট এক লক্ষ সাতান্ন হাজার তিনশত টাকা গ্রহণ করে উক্ত টাকা আত্মসাৎ করে। থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর বিরল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেন। আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth