স্কাউটিং শিক্ষাই বৈষম্যহীন সমাজ গঠণে অগ্রণী ভূমিকা রাখতে পারে--ডিসি
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন- স্কাউটিং শিক্ষা জনকল্যাণ মূলক কাজে আসে। এছাড়া প্রাকৃতিক দূর্যোগসহ দেশের সংকটময় সময়ে অগ্রণী ভূমিকা রাখে। বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের পট পরিবর্তনেও স্কাউটসের ভূমিকা রয়েছে। স্কাউটিং শিক্ষা নিয়ে প্রাণ বিসর্জন দিয়ে মুগ্ধরা নতুন বাংলাদেশ দিয়েছে। স্কাউটিং শিক্ষাই নতুন বাংলাদেশ গঠনে অগ্রনী ভূমিকা রাখতে পারে। মাদকমুক্তসহ সমাজকে বৈষম্যহীন করতে স্কাউটস অগ্রণী ভূমিকা রাখবে। তিনি রবিবার রাতে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে যমুনেশ্বরী ৮ম উপজেলা কাব ক্যাম্বরীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন।
"স্কাউট করবো, মাদক মুক্ত সমাজ গড়বো" এ প্রতিপাদ্য সামনে রেখে ৫ দিনব্যাপি মহাতাবু জলসা যমুনেশ্বরী ৮ম উপজেলা কাব ক্যাম্বরী সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (২৪ নভেম্বর) রাতে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা স্কাউটসের সহ-সভাপতি মোঃ ফারুক আল মাসুদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা স্কাউটসের সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা স্কাউটসের সহ-সভাপতি কুমারেশ চন্দ্র গাছি প্রমুখ। বক্তব্য রাখেন কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক গোলাম আজম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা স্কাউটসের সহ-সভাপতি মোঃ নূর মোহাম্মদ,বাংলাদেশ স্কাউট নীলফামারীর এ এল ডি মমিনুল ইসলাম, উপজেলা স্কাউটসের নেতৃবৃন্দ, সাংবাদিকগণ।
যমুনেশ্বরী ৫ দিনব্যাপি এ কাব ক্যাম্বরীতে প্রাথমিক বিদ্যালয়ের ৪৪ টি ইউনিটে ২ শ’ ৬৪ শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতি ইউনিটে একজন ইউনিট লিডার ও ছয় জন শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্কাউটের কোষাধ্যক্ষ শাহনেওয়াজ শাহ্।
কাব ক্যাম্বরীতে অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের নৃত্য, গান, গজলসহ বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপনী অনুষ্ঠান শেষ হয়।