১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৪ ডিসেম্বর, ২০২৪ - 04 December, 2024

পীরগঞ্জে ৪ দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

আমাদের প্রতিদিন
1 week ago
73


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

"বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ " এই প্রতিপাদ্য কে সামনে রেখে পীরগঞ্জ উপজেলা চত্বরে ৪ দিন ব্যাপি বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে আজ (২৫ নভেম্বর) সোমবার বিকালে উপজেলা চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা ও রংপুরের সামাজিক বন বিভাগের স্মৃতি সিংহ রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি ও মেলার উদ্ভোধক উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম তার বক্তব্যে উপজেলা পর্যায়ের ফ্লাট বাসায় বেশি বেশি করে গাছ লাগানোর পাশাপাশি। আশে পাশে পরিমাণমত বৃক্ষরোপণের আহবান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তকী ফয়সাল তালুকদার, কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার, রংপুর সদর রেঞ্জ সামাজিক বন বিভাগের মোশাররফ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিম, উপজেলা বন অফিসার মিঠু তালুকদার, জলাইডাঙ্গা এলাকার নার্সারীর মালিক আব্দুল হাই প্রমুখ।

এ বৃক্ষমেলায় ২০২৪ উপলক্ষে ১৩ টি নার্সারীর ষ্টোল অংশ নেয়। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এই মেলা চলবে।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth