তারাগঞ্জে দুই মাদকসেবনকারীকে জেল-জরিমানা
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে মাদক সেবনরত অবস্থায় দুই সেবনকারীকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিচালনায় উপজেলার কুর্শা ইউনিয়নের ডাঙ্গাপাড়া থেকে দুই মাদকসেবনকারীকে আটক করেন। আটককৃতরা হলেন, রংপুর কোতোয়ালী থানার বাবু খাঁ এলাকার মৃত মোবারক আলীর ছেলে খলির মিয়া (৩০) ও একই এলাকারমৃত মহির উদ্দিনের ছেলে মিঠু মিয়া (৪০)। মাদক সেবনকারী দুজনেই রাজমিস্ত্রীর কাজ করেন। আটককৃতদের মাদক সেবনকারীদের আটকের পর উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা ঘটনাস্থানে গিয়ে সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৪ মাসের বিনাশ্রম কারান্ড এবং ২০০ টাকা জরিমানা করে কারাগারে প্রেরন করেন।