বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতি কুড়িগ্রাম জেলার আহবায়ক কমিটি অনুমোদন
আহবায়ক বরকতউল্ল্যা ও সদস্য সচিব মানিক
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতি (শিক্ষক কর্মচারি ঐক্যজোট ভুক্ত) কুড়িগ্রাম জেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোহা: ইনামুল হক মাজেদীর সুপারিশক্রমে গত ২০ নভেম্বর সমিতির কেন্দ্রীয় চেয়ারম্যান মাও: দেলোয়ার হোসেন ও মহাসচিব মাও: এমএম বায়েজীদ এই কমিটির আনুমোদন দেন। এতে অধ্যক্ষ মাওলানা এটিএম বরকত উল্ল্যাকে আহবায়ক, অধ্যক্ষ মাও: মোবাশ্বের রাশেদীনকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও সুপার মাওলানা মানিক মিয়াকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অপর নেতৃবৃন্দরা হলেন, যুগ্ম আহবায়কবৃন্দ যথাক্রমে মাও: মাহবুবার রহমান, মাও: আব্দুল কাদের, মাও: মোশাররফ হোসেন, মাও: নাজির হোসেন, মাও: মেহের আলী আনছারি, মাও: আব্দুল ওয়াহেদ, মাও: নজরুল ইসলাম, মাও: শামছুদ্দিন, মাও: কামরুদ্দিন, মাও: জিল্লুর রহমান, মাও: মোকছেদ আলী, মাও: সাখাওয়াত হোসেন, যুগ্ম সদস্য সচিব যথাক্রমে মাও: সিরাজুল ইসলাম, মাও: নেছার উদ্দিন, মাও: শামসুল হক সরকার, মাও: রেজাউল করিম,মাও: আমিনুল ইসলাম, মাও: সিরাজুল ইসলাম, সদস্যবৃন্দরা হলেন, মাও: ফজলুল হক, মাও: শাহ আলম, মাও:মাহফুজার রহমান, মাও: শাহ আলম, মাও: শোয়াইবুর রহমান, মাও: রিয়াজুল হক, মাও:মতিউর রহমান, মাও: শফিকুল ইসলাম, মাও: সহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, মাও: ইউনুস সরকার, ,মাও: আইয়ুব আলী, মাও: মাইদুল ইসলাম, মাও: আমিনুল ইসলাম, মাও: সফিকুল ইসলাম, মাও:আমিনুল ইসলাম, মাও: সাইফুল ইসলাম, মাও: সাজেদুল ইসলাম, ও মো: মকবুল হোসেন। বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতি কুড়িগ্রাম জেলা শাখার নবগঠিত এই কমিটিকে শিক্ষক কর্মচারি ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া স্যারের হাত শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে সংগঠন পরিচালনা ও আগামী ৩ মাসের মধ্যে সকল উপজেলায় সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়।