ধানক্ষেতে নেমে কৃষকের সমস্যা-সম্ভাবনা জানলেন সারা গিলাস্কি
লালমনিরহাট প্রতিনিধি:
ধানখেতে গিয়ে কৃষকের সঙ্গে কথা বলেছেন আমেরিকান দূতাবাসের বৈদেশিক কৃষি সেবার এগ্রিকালচার এটাসে সারা গিলাস্কি। এসময় তাদের উৎপাদিত ফসলে লাভ-লোকসানের বিষয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইনিয়নের গোপাল রায় এলাকার কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি কৃষকদের বিভিন্ন ফসলের ক্ষেত পরিদর্শন করে কৃষি উন্নতির ভূয়সী প্রশংসা করেন।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, করোনাসহ বিভিন্ন দুর্যোগ কাটিয়ে বাংলাদেশের কৃষকদের অগ্রগতি পর্যবেক্ষণ করতে আমেরিকান দূতাবাসের বৈদেশিক কৃষি সেবার এগ্রিকালচার এটাসে সারা গিলাস্কি উপজেলার বিভিন্ন ফসলি মাঠ পরিদর্শন করেন। স্থানীয় কৃষিজীবী মানুষের সঙ্গে বাংলাদেশের কৃষিতে সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন নিয়ে কৃষিখাতে আধুনিক যন্ত্রের ব্যবহার নিয়ে বিশদ আলোচনা করেন সারা গিলাস্কি।
গত পনের বছরে বাংলাদেশের কৃষি কতটা সমৃদ্ধ হয়েছে। করোনাসহ দুর্যোগকালীন সময় কাটিয়ে বাংলাদেশ কৃষির যে উন্নতি হয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন সারা গিলাস্কি। আধুনিক বিশ্বে অধিক লাভের জন্য উন্নত জাত আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে কৃষির অগ্রগতি সম্পর্কে কৃষকদের অবগত করেন তিনি। এ সময় স্থানীয় কৃষকের সঙ্গে নমুনা ফসল কর্তন করেছেন সারা গিলাস্কি। কৃষি বিভাগের বিভিন্ন পর্যয়ের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।