বোচাগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে গোলটেবিল বৈঠক
পীরগঞ্জ প্রতিনিধি :
দিনাজপুরের বোচাগঞ্জে ইমাম, পুরোহিত, খ্রীষ্টান পালক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বাল্য বিবাহ প্রতিরোধে বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৬ নভেম্বর) মঙ্গলবার দুপুরে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প ডহরা বিডি ০২২৮ এর আয়োজনে ডহরা এজি চার্চ মিশনে এই গোলটেবিল বৈঠক হয়।
ডহরা এজি চার্চ মিশনের পরিচালক পাষ্টর সলিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি রেভা : বিষ্ণুপদ রায়, স্থানীয় পুরোহিত শ্রী রনজিত কুমার মুখার্জি, সংরক্ষিত মহিলা ইউ পি সদস্য নুরুফা বেগম, ইউপি সদস্য আসাদুজ্জামান, কাজী মহম্মদ হাফিজুর রহমান, ডহরা ০২২৮ বিডি'র প্রকল্প ম্যানেজার রুবেন সরকার, আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেবেনন্দ্র নাথ রায়, গ্রাম্য পুলিশ জগমোহন রায়, শিক্ষার্থী প্রিমা রায়। সভায় বাল্য বিবাহ হ্রাস করণ ও বাল্য বিবাহের কুফল বিষয়ে বিষয়ে বিশদ আলোচনা করা হয়।