নাগেশ্বরীতে জাল সীল ও কাগজপত্র তৈরির অভিযোগে তিনজন গ্রেপ্তার
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভূমি রেজিস্ট্রেশন সংক্রান্ত জাল কাগজপত্র তৈরি ও জাল সীল রাখার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় বিপুল পরিমাণ জাল কাগজপত্র, শতাধিক সীল এবং কাগজ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদে তিনি জানতে পারেন নাগেশ্বরী পৌরসভার বিএসসি মোড়স্থ নূর কম্পিউটার ও জননী কম্পিউটার দীর্ঘদিন ধরে জাল কাগজপত্র তৈরি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। পরে সোমবার (২৫ নভেম্বর) দুপুরে পুলিশের সহায়তায় দোকানদুটিতে অভিযান চালিয়ে জাল সীল ও জাল কাগজপত্র তৈরি করার বিভিন্ন উপকরণসহ ৩জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন, নুর কম্পউিটারের মালিক আসাদুজ্জামান নূর (৪৩), জননী কম্পিউটারের মালিক বদরুল আলম রঞ্জু, কর্মচারী হাফিজুর রহমান (৩২) কে আটক করেন।
পুলিশ জানায়, অভিযানের সময় দোকান দুটি থেেক সাবেক উপজেলা নির্বাহী র্কমর্কতা নুর আহমেদ মাছুম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, সাবেক পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, বিভিন্ন ইউনিয়ন পরষিদ চেয়ারম্যান, সমাজসেবা র্কমর্কতা এবং স্বাস্থ্য র্কমকর্তাসহ বিভিন্ন সরকারি র্কমর্কতার শতাধিক সীল ও জাল কাগজপত্র তৈরির উপকরণ, দোকানগুলোর কম্পিউটারসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে সোমবার রাতে নিয়মিত মামলা দিয়ে পরদিন মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।