১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৩ ডিসেম্বর, ২০২৪ - 03 December, 2024

পৈত্রিক ভূমি দখলের হাত থেকে বাঁচতে রংপুরে সংবাদ সম্মেলন

আমাদের প্রতিদিন
1 week ago
122


মহানগর প্রতিবেদক:

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের প্রিয় বালা ঘোষ এর পৈত্রিক সম্পত্তি মোঃ আব্দুল বারীগং ও তাহার দোসরদের দখলের হাত থেকে বাঁচতে আইনি সহায়তা চেয়ে রংপুরে সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগী পরিবারটি। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে প্রিয় বালা ঘোষ এর পক্ষে লিখিত সংবাদ সম্মেলন পাঠ করেন তার ছেলে মধুরাম রায়।

সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়, মৃত- হরেন্দ্রনাথ ঘোষ এর স্ত্রী প্রিয় বালা ঘোষ (৮৩) তার নীলফামারী জেলার, জলঢাকা উপজেলার কৈমারী মৌজার অন্তর্গত পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৩ একর ৬৪ শতক জমি রয়েছে। তার মধ্যে ৪২ শতক জমিতে একটি পুজা মণ্ডপ রয়েছে যেখানে স্বরসতী, মহাদেব, কালি ও লক্ষীসহ আরো অন্যান্য প্রতিমা বসত বাড়ী ও চায়ের দোকান দিয়ে সুন্দরভাবে জীবন যাপন করে আসছিলেন। সেখানে ভূমি দস্যু একই এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মোঃ আব্দুল বারীগং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে ও প্রিয় বালা ঘোষ এর জায়গা থেকে তাদের উচ্ছেদ করার হুমকি দিতে থাকে। উপায় না পেয়ে প্রিয় বালা ঘোষ গত ২৬ জুন/২৪ অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আদালত, নীলফামারীতে একটি মামলা দায়ের করে। যাহার মামলা নং-৩৪৯/২৪। আদালত নালিশী বিত্তে স্থিতাবস্থা বজায় রাখার জন্য থানা পুলিশকে নির্দেশ দেন। এরুপ নির্দেশের পর তারা আরো ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন এবং পুজা মণ্ডপ ও স্থাপনা সরে নিতে চাপ প্রয়োগ করতে থাকেন। উপায়ন্তর না পেয়ে গত ২৩অক্টোবর/২৪ ক্যাম্প কমান্ডার, আর্মি ক্যাম্প, নীলফামারী ও পুলিশ সুপার, নীলফামারী বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়। এতে তারা পরোয়া না করে পুজা মণ্ডপসহ প্রতিমাগুলি এবং দোকান ও ঘরবাড়ী ভেঙ্গে ফেলে এবং টলিদিয়ে স্থাপনা সরঞ্জাম ফেলে দেয় এবং সেখানে তাদের স্থাপনা নির্মানের চেষ্টা করলে আদালত স্থিতিবস্থা বজায় রাখার আদেশ বহাল রাখা পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশকে আবারও নির্দেশ দেন। এরপরও তারা হুমকি প্রদান করে আসছে। আইন-আদালতকে কোন প্রকার পরোয়া করছেন না।

এ সময় প্রিয় বালা ঘোষ বলেন, আব্দুল বারী গং এর বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি প্রদর্শনের কারণে আমরা ঠিকমত বাড়িতে থাকতে পারছি না এবং রাস্তাঘাটে চলাচল করতে অসুবিধার সম্মুখীন হচ্ছি। এমতাবস্থায় আমার ও আমার পরিবারের নিরাপত্তার জন্য দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য বীনা রানী ঘোষ, নরেশ চন্দ্র রায়, পলাশ চন্দ্র রায়, বিপ্লব চন্দ্র ঘোষ, বাধন চন্দ্র সরকার, চন্দনা রানী ঘোষ প্রমূখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth