মিঠাপুকরের বালারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে রংপুর জেলা প্রশাসক ও মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী, অবিভাবক ও এলাকাবাসী। গত ১৯ নভেম্বর শিক্ষার্থীদের পক্ষে কামরুল ইসলাম কাবির নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী লিখিতভাবে এ স্মারকলিপি প্রদান করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক আজিজুল ইসলাম অর্থের বিনিময়ে অযোগ্য শিক্ষকদের নিয়োগ দেয়ায় বিদ্যালয়ে নানা অনিয়ম,দুর্নীতিসহ শিক্ষা ব্যবস্থার মান তলানিতে ঠেকেছে। শিক্ষকরা ক্লাসে যথাযথ পাঠদান না করে শিক্ষার্থীদের কোচিংয়ে ভর্তি হতে বাধ্য করছে।
শিক্ষার্থীদের আরও অভিযোগ, প্রধান শিক্ষকের দীর্ঘ ১৪ বছরের দায়িত্ব পালনকালে স্কুলের আয় থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। ফলে বিদ্যালয়টির কোন ধরনের উন্নয়ন হচ্ছে না। এ অবস্থায় শিক্ষার্থীরা দীর্ঘ প্রায় এক যুগ ধরে সুশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং ঐতিহ্যবাহী বিদ্যালয়টির সুনাম ও মানদন্ড নষ্ট হচ্ছে বলে অভিযোগ তাদের।
এবিষয়ে বালারহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য খায়রুল ইসলাম বলেন, আমি সভাপতির দায়িত্বে থাকাকালীন প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনেক অনিয়মের অভিযোগ আসে। আমি সেই অভিযোগের বিষয় ও প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসেব জানতে চাইলে, প্রধান শিক্ষক আজিজুল ইসলাম কোন হিসেব না দিয়ে নানা টালবাহানা করেন।
অভিযোগের বিষয়ে জানতে বালারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি, আমার বিরুদ্ধে যতগুলো অভিযোগ, সব শতভাগ অসত্য। একটি পক্ষ ঈর্ষানিত হয়ে আমার বিরুদ্ধে এসব করেছেন। আমি বিষয়গুলো মিঠাপুকুর থানায় জানিয়ে একটি অভিযোগ দিয়েছি। থানা থেকে অভিযোগ তদন্ত করে দেখুক, আমি দোষি না নির্দোষ।
এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিদ্যালয়টির শিক্ষার্থীর লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।