গঙ্গাচড়ায় নুরজাহান অটো রাইস মিলের জরিমানা
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের চৌধুরীর হাট এলাকায় অবস্থিত নুরজাহান অটো রাইস মিলের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। পণ্যে পাটজাত পণ্যের বাধ্যতামূলক ব্যবহার আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ আইনের ৪ ধারা ভঙ্গের অপরাধে নুরজাহান অটো রাইস মিলের ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্লাস্টিক
বস্তা জব্দ করে সেখানেই আগুনে পুড়িয়ে ফেলা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি জানান, পাটজাত পণ্যের বাধ্যতামূলক ব্যবহার আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পাটজাত পণ্য ব্যবহারে বাধ্যবাধকতা থাকা সত্বেও নুরজাহান অটো রাইস মিল পাটজাত পণ্য ব্যবহার না করে প্লাস্টিক পণ্য ব্যবহারের অপরাধে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পাট উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারি ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।