যৌক্তিক সময়েই নির্বাচনের দিকে যেতে চায় সরকার -উপদেষ্টা আসিফ মাহমুদ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
অর্ধশতাব্দি পর গণঅভ্যুত্থানে যে সংস্কারের সুযোগ এসেছে, সেই সুযোগটা কাজে লাগিয়ে সেক্টরে সংস্কারের পর যৌক্তিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উনয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
২৬ নভেম্বর মঙ্গলবার রংপুরের কাউনিয়া উপজেলায় বিভিন্ন উন্নয়ন মুলক নির্মাণ কাজের ফলক উম্মোচন ও অসহায় ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
তিনি বলেন, গণঅভ্যুত্থানে মানুষের যেই আঙ্খাকা, বাংলাদেশের স্বাধীনতার অর্ধ শতাব্দি পর এই সংস্কারের সযোগ এসেছে। সুযোগটা আমরা কাজে লাগাতে চাই। গণ অর্ভাথনায় এতো শহীদ এবং এতো আহতরা আত্মহতির ত্যাগ করেছে। শহীদ এবং আহতদের ত্যাগকে বাস্তবায়নের মাধ্যমে দেশের সকল সেক্টরে সংস্কারের পর আমরা একটা নির্বাচনের দিকে যেতে চাই।
সম্প্রতি রংপুরে সারের সংকট ও দাম বৃদ্ধির বিভিন্ন গনমাধ্যমে সংবাদের প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর সারের বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়েছে। দেশে আপাতত কোন সারের সংকট নেই। রংপুরে ফসলের ভরা মওসুমে সারের যেন সংকট না হয়। সেজন্য কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ে কথা বলবো রংপুরে পর্যাপ্ত সার বরাদ্দ দেওয়ার জন্য।
দেশে চলমান উন্নয়ন কাজের প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আন্দোলন পরবর্তী সময়ে অনেক ঠিকাদার প্রতিষ্টান পালিয়ে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন নির্মান কাজ বাধা গ্রস্থ হয়েছে। আমরা চলমান কাজ গুলো সমাপ্ত করার ব্যবস্থা নিয়েছি। এছাড়া বর্তমান সরকারে সময় দেশের সব অঞ্চলে উন্নয়ন মুলক কাজ করা হচ্ছে।
২৬ নভেম্বর মঙ্গলবার বেলা আড়াইটায় হেলিকপ্টার যোগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কাউনিয়ায় আসেন। পরে উপজেলা পরিষদ হলরুমে অসহায় ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ নজরুল ইসলাম, উপদেষ্টার একান্ত সহকার সচিব মো. মাহফুজার রহমান, বক্তিগত অফিসার আব্দুল আহাদ, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, এলজিইডির তত্ত¡াবধায়ক প্রকৌশলী আনিছুল ওহাব খাঁন, নির্বাহী প্রকৌশলী মো. মুসা, উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি প্রমুখ।