পীরগাছায় আব্দুল কুদ্দুছ পাবলিক স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় আব্দুল কুদ্দুছ পাবলিক স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ (২৭ নভেম্বর) বুধবার দুপুরে উপজেলা সদরের ভূমি অফিসের সামনে প্রতিষ্ঠানটিতে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ মোস্তাফিজার রহমান রেজা।
অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মজনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ সরদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজে সেবক, বিএনপি নেতা শরীফুল ইসলাম ডালেজ, বাংলাদেশ প্রস্তুক বিক্রেতা সমিতির উপজেলা সভাপতি আব্দুর জব্বার, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক খুরশিদ কবির বাবুল, মির্জাপুর বশির উদ্দিন মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক ভবেশ চন্দ্র রায়, শিক্ষিকা সুলতানা ইয়াসমিন প্রমুখ।
প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক মোছা: মোরশেদা বেগমের সঞ্চালনায় এসময় সর্বোচ্চ উপস্থিত থাকা শিক্ষার্থী ও শিক্ষককে পুরষ্কার প্রদান করা হয়।