গঙ্গাচড়া থানা পুলিশের অভিযানে যুবলীগ নেতাসহ আটক-২০
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশের অভিযানে এক যুবলীগ নেতাসহ ২০ জন আটক হয়েছে। গতকাল (২৬ নভেম্বর)মঙ্গলবার দিবাগত রাতে গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান এর নেতৃত্বে
উপ- পুলিশ পরিদর্শক ( নিঃ) ডেভিড হিমাদ্রী বর্মা, মোঃ লুৎফর রহমান, উপ- পরিদর্শক ( নিঃ) মোঃ আলী হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়।
থানা পুলিশ জানায়, বেতগাড়ী বাজার থেকে নিয়মিত মামলার আসামী কামরুজ্জামান বাবুকে ও অন্য একটি ঘটনায় গঙ্গাচড়া সদরর ভুটকা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ওই এলাকার মৃত মজিবর রহমান এর পুত্র মোঃ আতিয়ার রহমানকে আটক করে পুলিশ। কামরুজ্জামান বাবু উপজেলা যুবলীগের সদস্য।
এছাড়া গজঘণ্টা ইউনিয়নের ওমর বালাটারী এলাকা থেকে জুয়া খেলার সময় সরঞ্জাম, নগদ কিছু টাকাসহ ৯ জুয়াড়ী এবং আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী বাজারের বিদ্যাঞ্জলি কিন্ডার গার্টেন এর ভিতরে শ্রেণি কক্ষে জুয়া খেলার সময় ৯ জুয়াড়ীকে আটক করে পুলিশ। এসময় জুয়ার সরঞ্জাম ও নগদ কিছু অর্থ জব্দ করে পুলিশ।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান জানান, আটকৃতদের পৃথক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।