হিলি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু
মোঃ আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি:
ভারতের অভ্যন্তরে স্লট বুকিং বন্ধ থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয় গত দুইদিন থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিলো আর এর কারনে গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১২ টার পর থেকে সকল প্রকার পণ্য রপ্তানী বন্ধ করে দেয় ভারতীয় ব্যবসায়ীরা। স্লট বুকিং চালু করাতে বধুবার (২৭ নভেম্বর) সকাল ১১ টা ৩০ মিনিটে পেঁয়াজ বোঝাই ৫টি ট্রাক প্রবেশ করে।
এর মধ্য দিয়ে আবারো হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে। তবে নিউজ করা পর্যন্ত পেঁয়াজ আমদানি হলেও আলু আমদানি হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানীকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।
তিনি বলেন, ভারত থেকে স্লট বুকিং বন্ধ থাকায় পেঁয়াজ, আলু রপ্তানী করতে পারেনি ভারতীয় ব্যবসায়ীরা। এতে করে তাদের অনেক লোকসান হয়। যার কারনে তারা সকল পণ্য রপ্তানী বন্ধ করেছিলো। রাতে সমস্যার সমাধান হলে পুনরাই বুধবার সকাল থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তবে এখনো আলু আমদানি হয়নি। সকল সমস্যা কাটিয়ে দ্রুত সব ধরনের পণ্য ভারত থেকে আমদানি হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ভারত থেকে আমদানি বন্ধের অযুহাতে বেড়েছে চাল, পেঁয়াজ ও আলুর দাম। তিন দিনের ব্যবধানে বেড়েছে জিরাশাইল ও সম্পাকাটারী চালের দাম। জিরাশাইল কেজি প্রতি ২ টাকা বেড়ে ৭০ টাকায় এবং সম্পাকাটারী ২ টাকা বেড়েছে ৬৮ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। সেই সাথে বেড়েছে ভারতীয় পেঁয়াজ ও আলুর দাম। পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা বেড়ে ৮০ টাকা এবং ভারতীয় আলু কেজি প্রতি ১২ টাকা বেড়ে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
হিলি কাস্টমেসর তথ্য মতে, চলতি সপ্তাহে ভারত থেকে ৫৫ ট্রাকে ২ হাজার ২০০ মেট্রিকটন চাল, ১৬৬ ট্রাকে ৪ হাজার ৭০০ মেট্রিকটন আলু এবং ৪৫ ট্রাকে ১ হাজার ৩০০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।