রংপুরে তেরশত পিস ইয়াবাসহ গ্রেফতার-১
নিজস্ব প্রতিবেদক:
রংপুরে একটি ব্যাটারী চালিত ইজিবাইক তল্লাশী করে এক হাজার তিনশত পিস ইয়াবাসহ খায়রুজ্জামান (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার সকাল ৯ টার দিকে নগরীর তাজহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, রংপুর-ঢাকা মহাসড়কের মর্ডান মোড় থেকে মিঠাপুকুর ভাংনি মাঠেরহাটগামী যাত্রীবাহী ব্যাটারী চালিত ইজিবাইক তল্লাশী করে একটি স্কুল ব্যাগের ভিতর হতে একহাজার তিনশত পিস ইয়াবা উদ্ধার। এসময় ইজিবাইকের পিছনের বসে থাকা খায়রুজ্জামানকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের‘ক’ সার্কেল ও রংপুর ডিস্টিলারীর পরিদর্শক এলতাস উদ্দিন। তিনি জানান, গ্রেফতারকৃত খয়রুজ্জামান (৫৫) মিঠাপুকুর উপজেলার ভাংনী মাঠেরহাট গ্রামের মৃত খুজিয়ার রহমানের ছেলে। উদ্ধার ইয়াবার মূল্য আনুমানিক ৫ লাখ টাকা। এ বিষয়ে মাদক আইনে মামলা করা হয়েছে।