২২ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

রংপুর সিটিতে প্লান পাশ বন্ধ: নির্মান প্রকৌশলী সমন্বয় পরিষদের মতবিনিময়

আমাদের প্রতিদিন
1 week ago
84


নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ ৪মাস যাবৎ রংপুর সিটি কর্পোরেশনে প্লান পাশ বন্ধ থাকায় সংকট নিরশনের লক্ষে ও প্লান পাশে নানা জটিলতা, নানা বিধি বিষয়ে রংপুর সিটি কর্র্পোরেশনের প্রধান নির্বাহী  কর্মকর্তার সাথে রংপুরে নির্মান প্রকৌশলী সমন্বয় পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ।  আজ (২৭ নভেম্বর) বুধবার সকাল ১১টায় রংপুর সিটি কর্পোরেশনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রংপুর সিটি কর্র্পোরেশনের প্রধান নির্বাহী  কর্মকর্তা উম্মে ফাতিমা। তিনি বলেন, অতিদ্রæত প্লান পাশের সংকট নিরশন করা হবে এবং রংপুরের সকল নির্মান প্রকৌশলীদের সাথে আলোচনার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুরে নির্মান প্রকৌশলী সমন্বয় পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মুসফিকুর রহমান, পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, তৌহিদ ফেরদৌস, জাহাঙ্গীল আলম, ফররুখ শাহাজাদ, সাদমান সাকিব,  প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান আসাদ, সমন্বয়ক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, সেলিম আহমেদ,  জাহেদুল ইসলাম,  ফয়সাল আহমেদ, আরিফুল ইসলাম সজল, আশরাফ আলী। মতবিনিময়ের আগে  রংপুর নির্মান প্রকৌশলী সমন্বয় পরিষদের সকল নেতৃবৃন্দরা রংপুর সিটি কর্র্পোরেশনের প্রধান নির্বাহী  কর্মকর্তা উম্মে ফাতিমাকে ফুলের শুভেচ্ছা জানান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth