কাউনিয়ায় চলন্ত ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় রেললাইনের পাশে মোবাইলে কথা বলার সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে বাদশা মিয়া (৬২) নামে এক পশু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামে তকিপল বাজার এলাকায় এ দর্ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া লালমনিরহাট বড়বাড়ীর চওড়া গ্রামের মৃত. মনাই মাহামুদের ছেলে।
কাউনিয়া রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, বাদশা মিয়া পেশায় একজন পশু ব্যবসায়ী। তিনি বৃহস্পতিবার তপিকল হাটে ছাগল কেনার জন্য আসেন। স্থানীয় লোকজনের ভাষ্যমতে দুপুর দুইটার দিকে উপজেলা সদরে তকিপল বাজার এলাকায় ওই ব্যক্তি রেললাইনের ধারে দাড়িয়ে মোবাইলে কথা বলছিলো। এসময় দিনাজপুর থেকে ছেড়ে আসা বুড়ীমারীগামী কমিটর চলন্ত ট্রেনের ধাক্কায় ট্রেনের নিচে কাটা পড়ে তিনি ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে আসে। স্বজনরা জানিয়েছে, মোবাইলে কথা বলার কারণে ট্র্রেনের হুইসিল শুনতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা স্বজনদের।
বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে কাউনিয়া রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।