আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে গঙ্গাচড়ায় বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক:
সন্ত্রাসী সংগঠন ইসকন কর্তৃক চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে হত্যার প্রতিবাদে রংপুরের গঙ্গাচড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৭ নভেম্বর) বুধবার রাত ৯ টায় গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে মুসলিম তাওহিদী জনতার আয়োজনে গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারো জিরো পয়েন্টে এসে মোনাজাত ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালে তাওহিদী জনতা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন মসজিদের মুসল্লিরা ইসকন জঙ্গি, স্বৈরাচারের সঙ্গীসহ নানা শ্লোগানে উত্তাল করে তোলে।
বিক্ষোভ সমাবেশে মোনাজাত পরিচালনা ও সভাপতিত্ব করেন তাকওয়া মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতী আমানুল্লাহ আহমেদ। এসময় বক্তব্য রাখেন আলহাজ্ব হাফেজ মাওলানা সাজ্জাদ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার সেক্রেটারী ইউনুছ আলী প্রমুখ।
বক্তারা বলেন, উগ্রবাদী সংগঠন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকরা চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী ভাইকে কুপিয়ে হত্যা করেছে। এই উগ্রবাদী সংগঠন বাংলাদেশের নতুন স্বাধীনতাকে মেনে নিতে পারছে না। কারণ তারা হলেন, ভারতের দালাল, আর আ.লীগের দোসর। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবে এদেশে বসবাস করছি। তবে ইসকনের সন্ত্রাসীদের বাংলাদেশে কোন ধরণের ঠাঁই হবে না। তারা দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে। অতিদ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান তাঁরা।