পীরগাছায় আলোর দিশারী মহিলা উন্নয়ন সংস্থার কম্বল বিতরণ
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল আজ (২৮ নভেম্বর) বৃহস্পতিবার সকালে পীরগাছা বাজারের নাসির প্লাজায় আলোর দিশারী মহিলা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: সেলোয়ারা বেগম।
এসময় রংপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও পীরগাছা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এবং সংস্থার সভাপতি মর্জিনা জাহান স্বর্ণা, আলোর দিশারী মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুল্লাহ মোস্তাজির, ম্যানেজার দেলোয়ার হোসেন, সাংবাদিক তাজরুল ইসলাম, মাঠকর্মী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
কম্বল নিতে আসা আলেমা বেগম, জরিনা বেগম বলেন, শীতের শুরুতেই কম্বল পায়া খুব ভালো নাগছে, এই সমিতির পক্ষ থাকি মানুষ ঋণ নিয়া সংসারের অনেক উপকার হয়। হামরা এই সমিতির জন্য দোয়া করি।