২২ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

পাগলাপীর ঠাকুরপাড়ার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আমাদের প্রতিদিন
1 week ago
48


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী নাছিমা জামান ববির ইন্ধনে পাগলাপীর ঠাকুরপাড়ার ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।আজ বৃহস্পতিবার দুপুরে রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আমার বাংলাদেশ এবি পার্টির জেলা সভাপতি আব্দুল বাসেত মারজান, বিএনপির ওলামা দলের জেলার সভাপতি মাওলানা ইনামুল হক মাজেদী, খেলাফত মজলিসের মহানগর কমিটির সভাপতি তৌহিদুর রহমান, ভুক্তভোগী ইসরাফিল মিয়া, দেলোয়ার হোসেন, ফজলার রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘তৎকালীন সদর উপজেলা চেয়ারম্যান, আওয়ামী নেত্রী নাছিমা জামান ববির ইন্ধনে পাগলাপীর ঠাকুরপাড়ার হিন্দু যুবক স্বেচ্ছাসেবকলীগ নেতা পলাশ চন্দ্র তার নিজ বাড়িতে আগুন লাগিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর অপচেষ্টা করে। পরে সেই ঘটনাকে কেন্দ্র করে মামলার আসামি হিসেবে হাজার হাজার মানুষজনকে দেখিয়ে হয়রানি শুরু করে। এতে রংপুর সদর, তারাগঞ্জ, গঙ্গাচড়াসহ  বিভিন্ন এলাকার মানুষজন এলাকা ছাড়া হন। অথচ ঠাকুর পাড়ায় হিন্দু বাড়িতে আগুন দেয়ার সাথে আমরা কেউই জড়িত ছিলাম না। কিন্তু সাবেক চেয়ারম্যান ববির দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করাই আমাদের কাল হয়েছিল। সে তার রাজনৈতিক ও ব্যক্তিগত ফায়দা হাসিল করতে বানোয়াট ঘটনা সাজিয়ে আমাদেরকে আসামি বানিয়ে তার দুর্নীতি করার রাস্তা পরিষ্কার করেছিল।’ এ সময় দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেন ভুক্তভোগীরা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth