রংপুর জেলা জাতীয় পার্টির যৌথ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টি রংপুর জেলা শাখার যৌথসভা বৃহস্পতিবার বিকেলে নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কো- চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির। সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলার সদস্য সচিব আব্দুর রাজ্জাক। সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও যুব সংহতি রংপুর জেলার সভাপতি মো: হাসানুজ্জামান নাজিম, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো: জাহেদুল ইসলাম, রংপুর সদর উপজেলার আবহায়ক মাসুদ নবী মুন্না, মিঠাপুকুর উপজেলার আহবায়ক আনিছুর রহমান আনিস, গংগাছড়া উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল কালাম আজাদ, পীরগাছা উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আব্দুর রশিদ, বদরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা, কাউনিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. মো: শাহিন হোসেন, তারাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহিনুর রহমান মার্শাল, পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সহ-সাধারণ সম্পাদক সামিউল ইসলাম সাওন, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলার আহবায়ক আরিফুল ইসলাম ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর জেলার আহবায়ক মো: নাজমুল হুদা লাবলু প্রমুখ। এসময় রংপুর জেলা জাতীয় পার্টিসহ যুব সংহতি, ছাত্রসমাজ, স্বেচ্ছাসেবক পার্টি, শ্রমিক পার্টি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।