২৮ আষাঢ়, ১৪৩২ - ১২ জুলাই, ২০২৫ - 12 July, 2025

চিন্ময়ের গ্রেফতারের ঘটনায় কুমিরের কান্না কাঁদছেন শেখ হাসিনা: রিজভী

আমাদের প্রতিদিন
7 months ago
758


বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,রাবি:

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারের ঘটনায় শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছেন। আবু সাঈদের মতো দুই হাজারের বেশি ছাত্রজনতার হত্যাকারী শেখ হাসিনা সরকারের এই কান্না ভারতের কাছ থেকে পুরষ্কার লাভের আশায়। দেশের প্রচলিত আইনেই চিন্ময় গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় ভারতের পররাষ্ট্র দপ্তর বিবৃতি দিলেও ছাত্রলীগের হামলায় বিশ্বজিৎ হত্যার সময় কেন চুপ ছিল তারা?

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে ঐতিহাসিক ১৯৭৫ সালের ৭ই নভেম্বর  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  শহীদ জিয়াউর রহমানকে নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম রফিকুল ইসলাম বলেন, অন্তবর্তী সরকার তার মূল দায়িত্বের চেয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা ও পলিথিন বন্ধের মতো কাজে বেশি গুরুত্ব দিচ্ছে।  এসময় গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth