২১ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

হারাগাছে  যৌথবাহিনীর অভিযানে এক মাদক কারবারী গ্রেফতার

আমাদের প্রতিদিন
6 days ago
68


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের হারাগাছ থানাধীন এলাকায় সেনাবাহিনী পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল সহ নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।আজ (৩০ নভেম্বর) শুক্রবার তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতের নাম : আশরাফুল আলম (৪৮) তিনি হারাগাছ থানাধীন এলাকার বুদাই আদর্শ বাজার কাউয়ার মোড়ের মোঃ রমজান আলীর ছেলে।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল।

ওসি জানান, পুলিশের কাছে তথ্য আসে বুদাই আদর্শ বাজার কাউয়ার মোড় এলাকায় আশরাফুল আলমের বাড়ীতে বিক্রির জন্য মাদকদ্রব্য মজুত রয়েছে। তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাত পৌনে চারটার দিকে তার নেতৃত্বে এসআই কামাল হোসেন সহ পুলিশের টিম সেনাবাহিনী টিম যৌথ অভিযান চালিয়ে আশরাফুলের বসতবাড়ী থেকে ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সময় মাদক কারবারী আশরাফুল আলমকে আটক করে যৌথবাহিনী। জব্দ করা হয় মাদক বিক্রি কাজে ব্যবহত তিন মোবাইল ফোন।

রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল বলেন, আটক মাদক কারবারী আশরাফুলকে মাদক মামলায় গ্রেফতারে দেখিয়ে শুক্রবার রংপুর আদালতে পাঠানো হয়েছে।  আশরাফুলের বিরুদ্ধে আগের সাতটি মাদক মামলা চলামন রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth