১২ বৈশাখ, ১৪৩২ - ২৬ এপ্রিল, ২০২৫ - 26 April, 2025

ইসকনকে নিষিদ্ধের দাবীতে গঙ্গাচড়ায় বিক্ষোভ মিছিল

আমাদের প্রতিদিন
4 months ago
189


নিজস্ব প্রতিবেদকঃ

সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ এবং কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম হাসনাত আব্দুল্লাহকে হত্যা চেষ্টাকারীদের বিচারের দাবীতে রংপুরের গঙ্গাচড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।আজ (২৯ নভেম্বর) শুক্রবার বাদ জুম্মা গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্ট থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারো জিরো পয়েন্টে এসে বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আলী আল রাদিত রেশান, শাহজালাল শ্রাবণ, তারিকুল ইসলাম, আবু বকর সিদ্দিক, মিসবাহ উল ইসলাম প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভারতের উসকানি মদদে ইসকন ষড়যন্ত্রমূলক অরাজকতা তৈরি করছে। চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করেছে। সন্ত্রাসী কার্যক্রমের দায়ে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। সেইসাথে কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম হাসনাত আব্দুল্লাহকে হত্যা চেষ্টাকারী তাদের ইন্দনদাতাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তাঁরা।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth