রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নির্বাচনী সভা অনুষ্ঠিত
মহানগর প্রতিবেদক:
রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের (যার রেজিঃ নং রাজঃ৩১৯২) নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী সভা শেষে নির্বাচনী তফশীল ঘোষনা করা হয়। শনিবার (৩০ নভেম্বর) সকালে নগরীর স্টেশন রোডস্থ বাবুপাড়া মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড সংলগ্ন রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে নির্বাচনী সভা শেষে নির্বাচনী তফশীল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন চিশতী।
ঘোষনাকৃত নির্বাচনী তফশীল অনুযায়ী আগামী ৪ ডিসেম্বর/২৪ সকাল ১১টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৫ ডিসেম্বর সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত আপত্তি গ্রহণ, ৬ ডিসেম্বর সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৭ডিসেম্বর সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোটার তালিকা ও মনোনয়নপত্র বিক্রয়, ৮ ডিসেম্বর সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ৯ডিসেম্বর সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই, ১০ ডিসেম্বর সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার, ১১ ডিসেম্বর সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ, ১২ ডিসেম্বর সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ।
উল্লেখ্য-স্থানঃ ইউনিয়নের প্রধান কার্যালয় নির্বাচনী অফিসে সকল কার্যক্রম পরিচালিত হবে।
এ ছাড়াও আগামী ২০ ডিসেম্বর/২০২৪ (শুক্রবার) রংপুর বিএম কলেজ তাজহাট রোড রংপুরে সকাল ৮ট হতে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ, গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।
এ সময় চেয়ারম্যান নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সকলের সহযোগীতা কামনা করে বলেন, নির্বাচনের তফশীল অনুযায়ী সকল কার্যক্রম পরিচালিত হবে। এতে সকলের জন্য সমান অধিকার থাকবে। আর যদি কোন ভোটার নির্ধারিত সময়ের মধ্যে ভোট কেন্দ্রে উপস্থিত হইতে না পারেন, তাহা হলে পরবর্তী সময়ে তাহার ভোট গ্রহণ করা হইবে না।
তফশীল ঘোষনাকালে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হাসানুর রহমান রনি, আশরাফ হোসেনসহ ইউনিয়নের সাবেক কার্যনির্বাহী বডির সদস্য ও সাধারন সদস্যবৃন্দ।