২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

নতুনভাবে যে স্বাধীনতাপেয়েছি তা অক্ষুণ্ণ রাখতে সকলকে সজাগ থাকতে হবে-ফরিদা আখতার

আমাদের প্রতিদিন
6 days ago
75


নির্মল রায়,গঙ্গাচড়া (রংপুর):

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জুলাই ও আগস্টে ছাত্র-জনতা-শ্রমিকদের রক্তক্ষয়ী বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে নতুনভাবে যে স্বাধীনতা আমরা পেয়েছি তা অক্ষুণ্ণ রাখার জন্য ছাত্র জনতাসহ সকল সচেতন  নাগরিককে সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন এদেশ সকল সম্প্রদায়ের মানুষের তাই দেশের ভালোর জন্য সকলকে মিলেমিশে থাকতে হবে।

আজ (৩০ নভেম্বর) শনিবার বিকেলে উপজেলার নোহালী ইউনিয়নের কচুয়া বাজার কে এন বি স্কুল মাঠে অনুষ্ঠিত মৎস্যজীবি ও প্রান্তিক খামারী গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না'র সভাপতিত্বে অনুষ্ঠানে এ অঞ্চলে তামাক চাষ বেশী হয় উল্লেখ করে তিনি তামাকের পরিবর্তে গম, ভুট্টাসহ অন্যান্য ফসলের চাষ করার জন্য চাষীদের প্রতি আহবান জানান।

এছাড়া উপস্থিত মৎস্যজীবী ও প্রান্তিক খামারিদের সমস্যার কথা শুনে তিনি তা সমাধানের আশ্বাস দেন।

গঙ্গাচড়া উপজেলা প্রশাসন,তিস্তা নদী রক্ষা কমিটি, প্রান্তিক খামারি ও মৎস্যজীবী সমিতি গঙ্গাচড়ার আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তিস্তা নদী রক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ,ধারনা পত্র উপস্থাপন করেন -রংপুর জেলা মৎস্য অফিসার ডা. সালাহউদ্দিন কবির ও জেলা প্রাণী সম্পদ অফিসার ডা. আবু সাইদ।

বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তর রংপুর বিভাগের উপ-পরিচালক ড. সাইফুদ্দিন ইয়াহিয়া, প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. জসিম উদ্দিন, বিভাগীয় প্রাণী সম্পদ পরিচালক ড. নজরুল ইসলাম।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দসহ প্রান্তিক খামারি ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth