রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নির্বাচনি সভা
নিজস্ব প্রতিবেদক:
রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনি সভা শেষে নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়। আজ শনিবার (৩০ নভেম্বর) সকালে নগরীর স্টেশন রোডস্থ বাবুপাড়া মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড সংলগ্ন রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে নির্বাচনি সভা শেষে নির্বাচনি তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন চিশতী।
ঘোষণাকৃত নির্বাচনি তফসিল অনুযায়ী আগামী ৪ ডিসেম্বর/২৪ সকাল ১১টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৫ ডিসেম্বর সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত আপত্তি গ্রহণ, ৬ ডিসেম্বর সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৭ডিসেম্বর সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোটার তালিকা ও মনোনয়নপত্র বিক্রয়, ৮ ডিসেম্বর সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ৯ডিসেম্বর সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই, ১০ ডিসেম্বর সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার, ১১ ডিসেম্বর সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ, ১২ ডিসেম্বর সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ।
এ ছাড়াও আগামী ২০ ডিসেম্বর (শুক্রবার) রংপুর বিএম কলেজ তাজহাট রোড রংপুরে সকাল ৮টা হতে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ, গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।