১০ মাঘ, ১৪৩১ - ২৪ জানুয়ারি, ২০২৫ - 24 January, 2025

ক্রিকেট খেলতে গিয়ে প্রাণ হারালেন রাবি শিক্ষার্থী সিয়াম

আমাদের প্রতিদিন
1 month ago
107


রাবি সংবাদদাতা:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভাগীয় ক্রিকেট খেলায় স্ট্রোক করে আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৯-২০ সেশনের চতুর্থ বর্ষের মেহেদী হাসান সিয়াম নামে এক শিক্ষার্থী মারা গেছেন। তার মৃত্যু বিষয়টি আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক অধ্যাপক ড. মো. সাহাল উদ্দিন নিশ্চিত করেছেন। আজ রবিবার (১ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এ ঘটনা ঘটে।

ক্রিকেট খেলায় নন স্ট্রাইকে থাকা অবস্থায় হঠাৎ স্ট্রোক করেন সিয়াম পরে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। ইতিমধ্যে তাঁর পরিবারের সদস্যদের কাছে তার মৃত্যু দেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েন বিভাগের চেয়ারম্যান। আর এশার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাযা নামাজ হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth