১০ মাঘ, ১৪৩১ - ২৪ জানুয়ারি, ২০২৫ - 24 January, 2025

ফ্রান্সে যাচ্ছে বদরগঞ্জের হস্তশিল্প পণ্য

আমাদের প্রতিদিন
1 month ago
102


বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জের গ্রামীণ নারীদের হাতে তৈরি গার্মেন্টস মেট, ফ্লোর মেট, হোগলা পাতার রশি, বাস্কেট ও শতরঞ্জি কাজসহ হস্তশিল্পের বিভিন্ন পণ্য সামগ্রী রপ্তানি হচ্ছে ফ্রান্সসহ পৃথিবীর বিভিন্ন দেশে। এ সব হস্তশিল্প পণ্য সম্পূর্ণ দেশি কাঁচামালে তৈরি। বাঁশ, বেত ও বিভিন্ন প্রকার গাছের পাতা ছাড়া কোন বিদেশি কাঁচামাল ব্যবহার করা হয় না।

উপজেলার রামনাথপুর ইউনিয়নের বারুনীর বাজার এলাকায় ব্রাদারস্ ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (বিসিডি)-এর উদ্যোগে তৈরি হচ্ছে এসব হস্তশিল্প পণ্য। বিসিডি-র উদ্যোক্তা ও পরিচালক আবদুল হাই। তিনিই জানান এসব তথ্য।

বিসিডি সূত্রে জানা যায়, ২০১১ সালে মাত্র ৮ জন নারী শ্রমিক নিয়ে যাত্রা শুরু হয় হস্তশিল্প পণ্য তৈরির এ কাজের। বর্তমানে বিসিডি’র হস্তশিল্প কারখানায় নিয়মিত কাজ করেন ৩৫ থেকে ৪০ জন। মাসিক বেতনের ভিত্তিতে কারখানায় কাজ করা এসব শ্রমিকরা প্রত্যেকেই নারী। এর বাইরেও ২শ ৫০ জন নারী শ্রমিক কাজ করেন নিজ বাড়িতে বসে আবসরে। তারা পারিশ্রমিক পান পণ্যের নির্ধারিত মূল্যে।

বিসিডি-র উদ্যোক্তা ও পরিচালক আবদুল হাই জানান, কঠোর পরিশ্রম আর সাধনার ফসল হলো তার এ প্রতিষ্ঠান। তার প্রতিষ্ঠানে গ্রামীণ নারীদের হাতে তৈরি এসব হস্তশিল্প পণ্য অনেক বছর ধরে দেশে ও বিদেশে রপ্তানি হচ্ছে।

তিনি আরও জানান, দুই মাস পরপর ১৫ থেকে ১৬ লক্ষ টাকার হস্তশিল্প পণ্য ফ্রান্সে পাঠান তিনি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তার এ প্রতিষ্ঠান প্রচুর বৈদেশিক মুদ্রা দেশে আনতে পারবে। আরও অনেক নারীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তিনি আশাবাদী।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth