ছাত্রী নিবাস থেকে কারমাইকেল কলেজের শিক্ষার্থীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
রংপুর নগরীর চার তলা মোড়ে আলম ছাত্রী নিবাসের নিচতলা থেকে কারমাইকেল কলেজের ডিগ্রী প্রথম বছরের শিক্ষার্থী জয়শ্রী রানী জয়ার (২০) লাশ উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ।
আজ (০৩ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ওই শিক্ষার্থীর বাড়ি লালমনিহাটের আদিতমারীতে। রংপুরে ছাত্রী নিবাসে থেকে লেখাপড়া করতেন। রাতে মুঠো ফোনে ২ ঘন্টা কথা বলার বিষয়টি জানান আলম ছাত্রী নিবাসের সিকিউরিটি গার্ড। প্রতিদিনের মতো এই শিক্ষার্থী কোচিং এ যাওয়ার জন্য বেরহত। মঙ্গলবার আর কোচিংয়ে যাওয়ার জন্য বের হননি । জয় শ্রী রানীর রুমমেট কোচিং শেষে রুমে এসে দেখে দরজা বন্ধ । পরে বিষয়টি এলাকাবাসী জানাজানি হলে দরজা ভেঙ্গে রুমে দেখতে পান জন্য শ্রী রানীর ঝুলন্ত মরদেহ। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার এস আই মোবারক হোসেন বলেন, হত্যা না আত্মহত্যা সেটি এখন পযন্ত বলা সম্ভব হচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।