রংপুরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
খবর বিজ্ঞপ্তির:
“অন্তর্ভুক্তিমুলক টেকসই ভবিষৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এই শ্লোগানে রংপুরে ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
হয়েছে। আজ(০৩ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সুন্দরম রংপুর। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রামবা’র আহবায়ক ও রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন। সুন্দরম রংপুর বিভাগের সমন্বয়কারী ভীষ্মদেব রায় (এসবি সুমন) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সুন্দরম রংপুরের সদস্য স্বপন কুমার পাল, শহিদুল ইসলাম ও ফিরোজ কবির, প্রতিবন্ধি সংগীতাঙ্গন রংপুরের প্রতিষ্ঠাতা পরিচালক শংকর কুমার দাস, বধির সংঘ রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শুভ চক্রবর্তি, শিববাবু, জান্নাতি বেগম দৃষ্টি ও ফিরোজ কবির।