৩০ পৌষ, ১৪৩১ - ১৩ জানুয়ারি, ২০২৫ - 13 January, 2025

পলাশবাড়ী উপজেলা হাট বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহন

আমাদের প্রতিদিন
1 month ago
92


বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :

ঐতিহ্যবাহি কালিবাড়ী হাট বাজারে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা হাট বাজার ব্যবসায়ী সমিতি (রেজিঃ নং- ২৬৭০)'র ত্রি বার্ষিক সাধারণ নির্বাচনে ভোট গ্রহন শুরু হয়েছে । সমিতির নির্বাচন কমিশন ভোট গ্রহন করছেন।আজ  (৫ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ১ হাজার ২'শ ২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ নির্বাচনে ১১টি পদের মধ্যে ইতিমধ্যে ৭টি পদের প্রার্থীদের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকী ৪টি পদের নির্বাচনের জন্য মোট ১০ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দিতা করছেন।

সভাপতি পদের বিপরীতে মোট ৩ জন প্রার্থী  প্রতিদ্বন্দিতা করছেন তারা হলেন,আনারস মার্কার প্রার্থী মমিরুল ইসলাম এমদাদুল,চেয়ার মার্কার প্রার্থী শাহ জাহান মন্ডল ও ছাতা মার্কার প্রার্থী নুরে আলম সিদ্দিকি জিল্লু।

সাধারণ সম্পাদক পদের জন্য লড়ছেন ৩ জন প্রার্থী তারা হলেন, দোয়াত কলম মার্কার প্রার্থী মিজানুর রহমান মিজু, হাতী মার্কা নিয়ে গোলাম মওলা ও ফুটবল মার্কা নিয়ে আমিনুল ইসলাম নান্নু।

সহ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন ২ জন প্রার্থী তারা হলেন, বাঘ মার্কার প্রার্থী বিশিষ্ট বীজ ব্যবসায়ী কৃষিবিদ লুৎফর রহমান লিপন ও গরু মার্কা নিয়ে রবিউল ইসলাম।

ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন ২জন প্রার্থী তারা হলেন, মোটরসাইকেল মার্কার প্রার্থী নুরুন নবী আহম্মেদ সুজন ও খেজুর গাছ মার্কা নিয়ে খন্দকার খায়রুল বাশার।

প্রধান নির্বাচন কমিশনার মাহমুদ হাসান জানান, ভোট গ্রহন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হচ্ছে। থানা পুলিশের একটি টিম আমাদের সহযোগীতা করছে।  সুষ্ঠু, অবাধ,শান্তিপূর্ণ,নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেয়ার জন্য নির্বাচন কমিশন অঙ্গিকারবদ্ধ।

উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলা হাট বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন সহ সভাপতি পদে মো. আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক পদে মোজাহিদ মুন্সি,ধর্মীয় সম্পাদক পদে হাফেজ মো. আশরাফুল ইসলাম,দপ্তর সম্পাদক পদে আশরাফুল ইসলাম,অর্থ সম্পাদক পদে খোরশেদ আলম,প্রচার সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান মোস্তা,কার্যকরী সদস্য পদে মিলন মিয়া। তাদের এ পদে গুলোতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এ ৭টি পদে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth